দীপক শেঠ, কলারোয়া : সদ্য কারামুক্ত জাতীয়তাবাদী দল(বিএনপি)’র কেন্দ্রীয় কমিটির প্রকাশনা ও গবেষণা বিষয়ক সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবকে কলারোয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপি নেতা- কর্মীরা ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। পরে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দলীয় নেতা- কর্মী ও সাধারন মানুষের সাথে পথসভায় মিলিত হয়েছেন।
সোমবার(৯ সেপ্টেম্বর) বিকাল থেকে তিনি সিংহলাল বাজার, ধানদিয়া বাজার, জয়নগরসহ বিভিন্ন মোড়ে অনুষ্ঠিত পথসভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন। বক্তব্যে সদ্য কারামুক্ত হাবিবুল ইসলাম হাবিব বলেন, মিথ্যা, সাজানো ও ভিত্তিহীন মামলায় দীর্ঘ ৪ বছর কারাভোগের অসহনীয় শারীরিক ও মানসিক যন্ত্রনার সাথে সাথে এই ফ্যাসিস্ট সরকারের জাতীয়তাবাদী শক্তিকে দুর্বল করার অপকৌশলের বিভিন্ন দিক তুলে ধরেন।
তিনি স্বৈরাচারী শেখ হাসিনার প্রতিহিংসার রাজনীতি,অন্যায়,অত্যাচার থেকে দেশকে মুক্ত করতে সচেতন ছাত্রসমাজ, বিএনপি দলীয় নেতা- কর্মী সহ সচেতন নাগরিকরা যে আন্দোলন- সংগ্রামের দৃষ্টান্ত স্থাপন করে নতুন করে দেশকে স্বাধীন করেছে এজন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করন।
তিনি শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলাকে মিথ্যা মামলা আখ্যায়িত করে আরো বলেন, সাহস নিয়ে বীরের মতো কারাগারে গিয়েছিলাম, বীরের মতোই ফিরে এসেছি। তিনি দেশে সু-শাসন ও অর্থনৈতিক উন্নয়ন প্রতিষ্ঠা করতে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার প্রত্যয়ে সকল স্তরের বিএনপির নেতা- কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও পথসভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির মুখপাত্র অধ্যক্ষ রইচ উদ্দীন, বিএনপি নেতা অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবু বকর ছিদ্দিক, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, আলহাজ্ব শেখ কামরুল হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন, শেখ শরিফুজ্জামান তুহিন, শেখ আব্দুল কাদের বাচ্চু, আলহাজ্ব শেখ তামিম আজাদ মেরিন, সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান ইব্রাহিম হোসেন সহ এলাকাভিত্তিক ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুরুপভাবে সন্ধ্যার পর থেকে কলারোয়া পৌর সদরের বিভিন্ন ওয়ার্ডে বিএনপি’র কর্মীরা সদ্য কারামুক্ত সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ অন্যান্য নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান।