দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় নতুন করে ১৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও)
ডাক্তার জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ডাক্তার জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায় শনিবার (২৬ জুুুন) কলারোয়া হাসপাতালে র্যাপিড এন্টিজেন কিটস দিয়ে ৩০জনের নমুনা পরীক্ষায় ১১জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ৩৭ভাগ। আর অপর দুই জনের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাবের টেস্টে
করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।’
করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।’
র্যাপিড এন্টিজেন কিটসে শনাক্ত ব্যক্তিরা হলেন- পৌরসভাধীন তুলশীডাঙ্গার আবুল খায়ের (৫৫), কেরালকাতা ইউনিয়নের ইলিশপুরের মনোয়ারা খাতুন (৫৮), বহুড়ার আব্দুর রশিদ (৫৮), সোনাবাড়িয়া ইউনিয়নের ভাদিয়ালীর আবুল বাশার (৩০), বড়ালীর ফিরোজা খাতুন (৩৪), কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়ার রুহুল কুদ্দুস (৪৬), পাঁচপোতার সেলিমা খাতুন (৬৫), জয়নগর ইউনিয়নের ধানদিয়ার সুফিয়া বেগম (৬২), জয়নগরের মোহিনি (২১),
চন্দনপুর ইউনিয়নের হিজলদীর আবুজার (১৬) ও কুশোডাঙ্গা ইউনিয়নের কুশোডাঙ্গা গ্রামের রোকেয়া (৩৫)।
আরটি পিসিআরে শনাক্ত ব্যক্তিরা হলেন- উপজেলার হেলাতলা ইউনিয়নের রঘুনাথপুরের স্বপনা সরকার (৫৫) ও কেঁড়াগাছি ইউনিয়নের হরিণা গ্রামের নাজমুল (৫৫)। আক্রান্তদের বাড়িতে উপজেলা প্রশাসনের উদ্যোগে লকডাউন করা হয়েছে বলে জানা যায়।