দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় নতুন করে ২ মহিলাসহ ৩ ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। করোনা আক্রান্তের হার কিছুটা নিন্মমুখি হওয়ায় ২২ জনের মধ্যে ৩ জনের রিপোর্টে করোনা পজিটিভ শনাক্ত হয়। শনাক্তের শতকরা হার- ১৪ ভাগ।
বৃহস্পতিবার (১৫ জুলাই) কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেপিড এন্টিজেন কিটস দিয়ে পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্তকারী ৩ জন হলেন, উপজেলার রায়টা গ্রামের ছিদ্দিক মোড়ল(৭০), হিজলদী গ্রামের লাবনী (১৬) ও পৌরসভা এলাকার সালমা আক্তার(৪৩)।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে সকলকে মাক্স পরিধান, শারীরিক দূরত্ব বজায় রাখা ও সরকারী নির্দেশনা মেনে চলার আহবান জানান।
এদিকে, উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যসে আক্রান্ত ব্যক্তিদের বাড়িতে লকডাউনের ব্যবস্থা করা হয়েছে বলে জানা যায়। এ দিকে, স্বাস্থ্য কমপ্লেক্সে দ্বিতীয় পর্যায়ের প্রথম ডোজের ভ্যাক্সিন (টিকা) প্রদান কার্যক্রম চলমান বলে জানা যায়।