দীপক শেঠ, কলারোয়া : কলারোয়া হাসপাতালে ২৫ জনের করোনা পরীক্ষা রিপোর্টে ৫ ব্যক্তির ভাইরাসে পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩ জন মহিলা ও ২ জন পুরুষ। শনাক্তের হার শতকরা ২০ ভাগ। করোনা শনাক্তের হার কিছুটা নিন্মমুখি হলেও আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।

রবিবার (১৮ জুলাই) কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেপিড এন্টিজেন কিটস দিয়ে পরীক্ষায় ৫ জনের করোনা পজিটিভ শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন, হাসপাতাল সূত্রে প্রাপ্ত তথ্য মতে, উপজেলা সহকারী আইসিটি প্রোগ্রামার মোতাহার হোসেন।

করোনা পজিটিভ শনাক্তকারী ৫ ব্যক্তি হলেন, দেয়াড়া ইউনিয়নের দলুইপুর গ্রামের নজরুল ইসলাম(৭০), পৌর সভার তুলশিডাঙ্গা গ্রামের মিনা (৩৫), চন্দনপুর ইউনিয়নের সুলতানপুরের মফিজুল (৫৩), জয়নগর ইউনিয়নের খোর্দ্দ- বাটরা গ্রামের বেবি আক্তার ৩৮) ও সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা এলাকার বিহারী নগর গ্রামের রশনি (২৮)।

আক্রান্তদের বাড়িতে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে লকডাউনের ব্যবস্থা করা হয়েছে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *