দীপক শেঠ, কলারোয়া : কলারোয়া হাসপাতালে আবারও ১১ জনের নমুনা পরীক্ষায় ৬
জনের করোনা পজিটিভ হয়েছেন। শনিবার (১৯ জুন) স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাপিড এন্টিজেন কিটস দিয়ে ওই পরীক্ষা করা হয়।
তাতে ১১ জনের নমুনা পরীক্ষায় ৬ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
করোনা পজিটিভ শনাক্ত ৪ নারীসহ ৬ ব্যক্তিরা হলেন, মনিরামপুরের শামিমা বেগম (৬৫),
আলাইপুরের ফাতিমা (৪৫), ওফাপুরের সকিনা (৬৫), সরসকাটির ইদ্রিস আলী (৪৬),
চন্দনপুরের মানুকা (৪০) ও আব্দুল মাজেদ (৫০)।
এ দিকে, স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাপিড এন্টিজেন কিটস দিয়ে পরীক্ষা শেষে করোনায় আক্রান্ত
অনেকের নেগেটিভ শনাক্ত হয়েছেন বলে জানা গেছে।