দীপক শেঠ/ আজমল হোসেন বাবু, কলারোয়া : কলারোয়ায় মৎস্য চাষীদের মাঝে উপকরণ বিতরন করা হয়েছে। ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম-ফেজ এর প্রজেক্ট ( এনএটিপি-২) ২০২২-২৩ অর্থ বছরে প্রযুক্তি গ্রহীতা সিআইজি চাষীদের মাঝে প্রদর্শণ শেষে ওই উপকরণ বিতরন করা হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় চত্বর থেকে বুধবার( ৭ ডিসেম্বর) সকালে ১৪ জন মহিলা মৎস্য চাষীর মাঝে জনপ্রতি ৬ বস্তা খাবার ও ১ টি করে সাইন বোর্ড বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার রবীন্দ্র নাথ মন্ডল, মেরিন ফিশারিজ অফিসার কুমার প্রসুন দাশ, এক্সটেনশন অফিসার তৌফিক হাসান সহ অফিস স্টাফ ও উপকারভোগী মৎস্য চাষীবৃন্দ। উল্লেখ্য, উপকারভোগী ১৪ জন নারী মৎস্য চাষী বিনামূল্যে খাদ্য গ্রহন করে মৎস্য চাষে আরো উৎসাহ পোষণ করে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।