দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় পানিকাউরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান
শিক্ষক মোমিনুর রহমান মন্টু (৫৯) ইন্তেকাল করেছেন (ইন্না..রাজেউন)।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার(২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৮টার
দিকে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে ঝিকরগাছা উপজেলার বাঁগআচড়াস্থ
জগনানন্দকাটি গ্রামের নিজ বাড়ীতে তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ কণ্যা, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বাদ জুম্মা জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন কার্য সম্পন্ন করা হবে বলে জানা যায়।

প্রধান শিক্ষকের আকষ্মিক মৃত্যুতে সহকর্মীসহ এলাকার মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এ দিকে, প্রয়াত প্রধান শিক্ষক মোমিনুর রহমানের মৃত্যুতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষক সমিতির শিক্ষক-কর্মচারীবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারে প্রতি সমবেদনা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *