দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় পানিকাউরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান
শিক্ষক মোমিনুর রহমান মন্ট’ুর (৫৯) দাফন কার্য সম্পন্ন করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার(২৪ সেপ্টেম্বর) আছর বাদ জগনান্দকাটি
প্রাথমিক বিদ্যালয় চত্বরে জানাযা নামাজ শেষে ঝিকরগাছা উপজেলার
বাঁগআচড়াস্থ জগনানন্দকাটি গ্রামের পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন করাহয়।
জানাযা নামাজ পরিচালনা করেন হাফেজ মো: হুমায়ুন কবির। জানাযাপূর্ব
আলোচনা করেন, মরহুমের কর্মস্থল কলারোয়ার কুশোডাঙ্গা ইউপি চেয়ারম্যান
আসলামুল আলম আসলাম, ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের চেয়ারম্যান নেছারউদ্দীন, কলারোয়ার সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, মরহুমের ছোট ভাই এ্যাড: আমিনুর রহমান হিরু।
জানাযা নামাজে উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, প্রধান শিক্ষক আব্দুল্যাহেল আলিম বাবু, সহকারী প্রধান শিক্ষক আলমগীর হোসেন, শিক্ষক মোস্তফা বাকী বিল্লাহ শাহী, মাস্টার সামছুর রহমান লাল্টু, শিক্ষক ও সাংবাদিক সাইফুল ইসলাম, রবিউল ইসলাম, মরহুমের ভায়রা শিক্ষক ও সাংবাদিক মোতাহার হোসেন মধু, মিডিয়া কর্মী রকনউদ্দীনসহ সহকর্মীবৃন্দ ও অসংখ্য মুসুল্লিগণ।
উল্লেখ্য, প্রধান শিক্ষক মোমিনুর রহমান মন্টু বৃহস্পতিবার(২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে নিজ বাড়িতে ব্রেন স্ট্রোকে মৃত্যুবরণ (ইন্না….রাজেউন) করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ কণ্যা, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।