দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় পানিতে ডুবে ৩ বছর বয়সী সহিদ নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১২ ফেব্রুয়ারী) দুপুরে দেয়াড়া ইউনিয়নের ছলিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশু সহিদ দেয়াড়া গ্রামের সায়েম সরদারের পুত্র।
পারিবারিক ভাবে জানা যায়, ‘শনিবার দুপুরে বাড়ির উঠানে খেলা করছিলো
শিশুটি। দীর্ঘ সময় বাড়ির লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে।
এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে সহিদের লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন। সেখান থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা সকলের অজান্তে সহিদ বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে গিয়ে ডুবে মারা যায়।’ শিশু শহিদরে মৃত্যুর সংবাদটি ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দেয়াড়া ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান মফে বিষয়টি নিশ্চিত করেছেন।