দীপক শেঠ, কলারোয়া প্রতিনিধি : কলারোয়ায় পানিতে ডুবে এক শিশুর করুন মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার সীমান্তবর্তী সোনাবাড়িয়া ইউনিয়নের চাঁন্দা মাঝের পাড়া গ্রামে। মৃত্যু শিশু নয়ন (২ বছর) চাঁন্দা গ্রামের কৃষক মুকুলের পুত্র।
পারিবারিক সূত্রে ও স্থানীয়রা জানায়, বুধবার (৩ মার্চ) সকাল ১০ টার দিকে শিশু নয়ন আপন মনে বাড়ীর উঠানে খেলা করছিলো। খেলার এক পর্যায়ে সকলের অজান্তে শিশুটি বাড়ি সংলগ্ন টিউবওয়েলের পানির গর্তে পড়ে যায়। গর্তে ভরা পানিতে পড়ে সে ভাসতে থাকে। শিশুটিকে অনেকক্ষন চোখের সামনে না দেখে বাড়ীর সদস্যরা খুঁজতে থাকে। এক সময় দেখতে পাই নয়ন ডোবার পানিতে ভাসছে।
দ্রুততার সাথে তাকে উদ্ধার করে কলারোয়া সরকারি হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার পর কর্তব্যরত মেডিকেল অফিসার ডাক্তার পিয়াশ কুমার দাশ শিশু নয়নকে মৃত্যু বলে ঘোষনা করেন। শিশু নয়নের অকাল মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।