দীপক শেঠ, কলারোয়া : করোনা ভাইরাস প্রতিরোধে কলারোয়ায় পিস ক্লাবের উদ্যোগে জনসচেতনতামূলক প্রচার-প্রচারনা কার্যক্রম পরিচালিত হয়েছে।
বৃহস্পতিবার(২৪ জুন) দিন ব্যাপি ‘ভাইরাস নয়, সম্প্রীতি ছড়াই -এ শ্লোগানকে সামনে রেখে অগ্রগতি সংস্থা কর্তৃক বাস্তবায়িত পিস কনসোর্টিয়াম প্রকল্পের সহযোগিতায় মাংকিং করে ওই কার্যক্রম পরিচালিত হয়।
কার্যক্রমের উদ্বোধন করেন, পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, যুবলীগ নেতা গোলাম সরোয়ার, পিস ক্লাবের সভাপতি সোহাগ হোসেন, কোষাধ্যক্ষ খাদিজা খাতুনসহ অন্যান্য সদস্যবৃন্দ।