দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় পুলিশি অভিযানে নাশকতার মামলায় ৬ ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন উপজেলা বিভিন্ন এলাকার বিএনপি ও জামায়াতের নেতৃস্থানীয় ব্যক্তি বলে জানা যায়।
জানা গেছে, বুধবার (৭ ডিসেম্বর) দুপুরে আটকদের সাতক্ষীরার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে মঙ্গলবার সন্ধ্যা থেকে উপজেলার পৃথক স্থান থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলা বিএনপির সহ.সাধারণ সম্পাদক ও চন্দনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান মন্টু, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য ও জালালাবাদ ইউপি মেম্বার মাহাবুবুর রহমান, যুগিখালী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক, বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন, উপজেলা জামায়াত নেতা মাওলানা ওমর আলী ও অধ্যক্ষ আশফাকুজ্জামান বিপু।
থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধা বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতা মামলায় আটককৃতদেরক গ্রেপ্তার করে সাতক্ষীরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে৷