দীপক শেঠ, কলারোয়া : কলারোয়া থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভূক্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী ফারুক আনছারী রাজু (৩৫)।
থানা সূত্রে জানা যায়, বুধবার(১৯ জানুয়ারী) সকাল ১০টার দিকে থানার এসআই মো: সাঈদ সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান চালিয়ে সিআর মামলার সাজাপ্রাপ্ত আসামী ফারুক আনছারী রাজুকে গয়ড়া বাজার সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। সে চন্দনপুর ইউনিয়নের গয়ড়া গ্রামের আয়ুব হোসেন আনসারীর ছেলে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মৃধা বিষয়টি নিশ্চিত করে জানান গ্রেফতারকৃতকে সাতক্ষীরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।