দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় পুলিশের খাঁচায় বন্দী এক মাদক ব্যবসায়ীসহ ৬ ওয়ারেন্টভূক্ত আসামী। থানা সূত্রে জানা যায়, থানার এসআই শাহাজাহান কবির ও এসআই রঞ্জন কুমার মালো সঙ্গীয় ফোর্সের সহায়তায় বুধবার (৩ মার্চ) সন্ধ্যার দিকে পৃথকভাবে অভিযান পরিচালনা করেন।
অভিযানে ভাদিয়ালী গ্রামের আজিজুল ইসলাম বাবুর ছেলে জিল্লুর রহমান(২০) কে বোয়ালিয়া মোড় থেকে ১০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়।
এদিকে অপর অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ৫ আসামীকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, যুগিখালি গ্রামের মৃতঃ তকব্বার কারিগরের ছেলে আব্দুল মালেক, গয়ড়া গ্রামের মৃতঃ আব্দুল আজিজের ছেলে তবিবর রহমান, পূর্ব কোটা গ্রামের কিতাব শেখের ছেলে জাহেদুল ইসলাম, মৃতঃ মুনছুর আলী ছেলে আশরাফুল ইসলাম ও হেলাতলা গ্রামের মৃতঃ মোসলেম সরদারের ছেল ইয়াছিন আলী।
থানার অফিসার ইনচার্জমীর খায়রুল কবির বিষয়টি নিশ্চিত করে জানান মাদক ব্যবসায়ীসহ গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার সাতক্ষীরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।