দীপক শেঠ, কলারোয়া : আসন্ন শারদীয়া দূর্গাপূজা উপলক্ষ্যে কলারোয়ায় পূজা
উৎযাপন পরিষদের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

পৌরসভাধীন বিশ্বাস মার্কেটস্থ পূজা উৎযাপন পরিষদের অস্থায়ী কার্যালয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পূজা উৎযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সাহা।

উপজেলা হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক সন্দীপ কুমার
রায়ের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি সিদ্ধেশ্বর চক্রবর্তী, পূজা উৎযাপন পরিষদের সহ সভাপতি সূনিল কুমার সাহা, সহ সভাপতি হরেন্দ্র নাথ রায়, যুগ্ম সম্পাদক সন্তোষ কুমার পাল, ব্রক্ষ্ম হরিদাস ঠাকুর জন্মভিটার সভাপতি অধ্যাপক কার্ত্তিক চন্দ্র মিত্র, পূজা উৎযাপন পরিষদের ধর্ম বিষয়ক সম্পাদক নিত্য গোপাল রায়,

মাস্টার উত্তম পাল, কোষাধ্যক্ষ রামলাল দত্ত, মহিলা বিষয়ক সম্পাদক পুতুল রানী সিকদার, পৌর পূজা উৎযাপন পরিষদের সাধারন সম্পাদক দিলীপ কুমার অধিকারীসহ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপের কর্মকর্তাবৃন্দ।

সভায় মহালয়া থেকে শুরু করে পঞ্চমী ও আগামী ১১ অক্টোবর সোমবার ধর্মীয় রীতিনীতি অনুযায়ী শারদীয় দূর্গাপূজার মহাষষ্টীর পূর্নলগ্ন থেকে ১৫ অক্টোবর শুক্রবার মহাবিজয়া দশমীর উৎসব উপভোগ করতে সকল হিন্দু ধর্মালম্বীদের সৌহার্দ্য ও শান্তিপূর্ন পরিবেশে ধর্মীয় সম্প্রীতি বজায় ও সরকার নির্দেশিত আইনের প্রতি শ্রদ্ধা রেখে আনন্দভাগ করার আহবান জানান।

উল্লেখ্য, এ বছর কলারোয়ায় পৌরসভাসহ উপজেলার ১২টি ইউনিয়নে ৪৪ টি পূজা মন্ডপে শারদীয়া দূর্গাপূজা উৎসব উৎযাপিত হতে যাচ্ছে বলে পূজা উৎযাপন পরিষদ থেকে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *