দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত হওয়ার ঘটনায় ২ ব্যক্তিকে আটক করা হয়েছে। রবিবার(২২ আগষ্ট) ঘটনার রাতেই ঘটনাস্থলের পার্শ্ববর্তী কাশিয়াডাঙ্গা গ্রামের মুজিবুর রহমানের পুত্র হানিফ খান(২৩) ও তার পিতা মৃতঃ গণি খানের পুত্র মুজিবুর খান(৫০) কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক করেছে পুলিশ।
এ ব্যাপারে নিহতের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে থানা সূত্রে জানা যায়। স্থানীয়রা জানায়, রবিবার(২২ আগষ্ট) সন্ধ্যা ৮ টার দিকে দু’পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে একপক্ষ উত্তেজিত হয়ে কাশিয়াডাঙ্গা গ্রামের আলী বকস’র ছেলে আব্দুল মান্নান(২৬) কে ছুরিকাঘাত করলে মারাত্মক আহত হয়।
আহত অবস্থায় তাকে পার্শ্ববর্তী যশোর জেলার কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল মান্নানকে মৃত বলে ঘোষনা করেন। নিহতের পারিবারের সদস্যদের কান্নার আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনার পর থেকে এলাকায় এখনও থমথমে অবস্থা বিরাজ করছে।
এ ব্যাপারে, থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির ছুরিকাঘাতে যুবক নিহতের ঘটনায় ২ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি থানা হেফাজতে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে ঘটনার সাথে জড়িত অপর ব্যক্তিদের আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান। লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে বলে জানা যায়।
উল্লেখ্য, শোকের মাস গত ২১ আগষ্ট শনিবার কাঙ্গালি ভোজের খাদ্য বিতরণকে কেন্দ্র করে জমে থাকা বিরোধ থেকে প্রতিপক্ষের হামলায় এমনি দুঃখজনক ঘটনার সূত্রপাত বলে এলাকাবাসি মনে করছেন। এ দিকে, সোমবার(২৩ আগষ্ট) নিহতের পরিবার থেকে হত্যার সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।