দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সাথে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মানসম্মত প্রাথমিক শিক্ষা’ স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার(৩১ জুলাই) বেলা ১২ টার দিকে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবারের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১( তালা- কলারোয়া) সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন। বক্তব্যে তিনি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বির্নিমানে শিক্ষান মান উন্নয়নে শিক্ষকদের অগ্রনী ভূমিকা রেখে কোমলমতি শিক্ষার্থীদের মননে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হয়ে দেশপ্রেমিক হিসাবে গড়ে তোলার আহবান জানান।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আমিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নবাগত থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহিন।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামানের স্বাগত বক্তব্য শেষে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এসএম মফিজুল ইসলামের পরিচালনায় সভায় অতিথি হিসাবে বত্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মন্ডল মধুসুদন, হারুন অর রশিদ, আশিকুজ্জামান, প্রধান শিক্ষক মুজিবর রহমান, প্রধান শিক্ষিকা তহমিনা পারভিন লিলি, বিলকিস রায়হান, পারুল আক্তার, সহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, শিক্ষক আব্দুল ওহাব মামুন, মাসুদ পারভেজ মিলন, এমপি পিএস আসাদুজ্জামান আসাদসহ সূধি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।
সভায় প্রধান অতিথি সাতক্ষীরা-১ সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপনকে সম্মাননা স্মারক উপহার ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।