দীপক শেঠ/ আজমল হোসেন বাবু, কলারোয়া : কলারোয়ায় মৎস্য চাষীদের চিংড়ি চাষের উন্নত ব্যবস্থাপনা বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কার্য়ালয়ের আয়োজনে “২০২২-২৩ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় ওই চিংড়ি চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার(৬ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উন্নত চিংড়ি চাষের ব্যবস্থাপনার উপর আলোচনা করেন উপজেলা সিনিযর মৎস্য কর্মকর্তা রবীন্দ্র নাথ মন্ডল। প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা তৌফিক হাসান, মেরিন ফিসারিজ অফিসার কুমার প্রসুন দাশ।
প্রশিক্ষনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ৯ জন মহিলা সহ ২০ জন প্রান্তিক মৎস্য চাষী অংশগ্রহন করেন। সব শেষে, প্রশিক্ষণ প্রাপ্ত মংস্য চাষীরা মাননীয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত সরকারের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে কৃষিতে আরো বেশি সাফল্য অর্জন করার প্রত্যয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।