দীপক শেঠ/আজমল হোসেন বাবু, কলারোয়া : কলারোয়ায়  স্বেচ্ছাসেবি সামাজিক সংগঠন প্রিমিয়ার ছাত্র সংঘের মানবিকতায় জঠিল রোগে আক্রান্ত এক নারীকে চিকিৎসা সেবায় আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। উপজেলার জালালাবাদ ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামের মৃত: ওয়াজেদ আলী মোড়লের কণ্যা মোছা: তহমেনা খাতুন(২৫) দীর্ঘ বছর যাবৎ হৃদরোগ, কিডনী সহ মহিলা ঘঠিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।
আর্থিক অস্বচ্ছলতায় অসহায় পরিবারের মেয়ে তহমেনা খাতুন সঠিক সময়ে চিকিৎসা নিতে না পারায় দীর্ঘদিন ধরে বাড়িতে শয্যাশায়ী থাকার বিষয়টি জানতে পেরে স্বেচ্ছাসেবি সংগঠন প্রিমিয়ার ছাত্র সংঘ মানবিক সহায়তায় এগিয়ে এসেছেন। রবিবার(১৬ জুলাই) বিকালে অসুস্থ তহমিনার বাড়িতে যেয়ে তার  বিধবা মায়ের হাতে চিকিৎসা সেবায় আর্থিক সহায়তা তুলে দেয়া হয়।
প্রিমিয়ার ছাত্র সংঘের প্রধান উপদেষ্টা অস্ট্রেলিয়ান প্রবাসী এসএম আলতাফ হোসেন লাল্টু ও সংঘের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আমেরিকান প্রবাসী শরিফুল ইসলাম বিকু মল্লিকের ব্যবস্থাপনায় আর্থিক সহায়তা প্রদানে উপস্থিত ছিলেন সংঘের উপদেষ্টা কপাই সাধারন সম্পাদক এ্যাড: শেখ কামাল রেজা, উপদেষ্টা শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, উপদেষ্টা সমাজ সেবক এনায়েত খান টুনটু, সংঘের সাধারন সম্পাদক ইমদাদুল হক মিলন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক  আজমল হোসেন বাবু, সমাজসেবক আজিজুল ইসলাম, লিয়াকত হোসেন, কাশিয়াডাঙ্গা জামে মসজিদের ইমাম আবু বক্কর গাজী সহ সূধিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *