দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় প্রীতি ক্রিকেট ম্যাচে সাতক্ষীরা স্পোর্টস জয়লাভ করেছে। শনিবার (৩ এপ্রিল) সকাল ৯ টায় কলারোয়া সরকারি হাইস্কুল মাঠে সাতক্ষীরা স্পোর্টস বনাম তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাবের মধ্যে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।
খেলায় সাতক্ষীরা স্পোর্টস টসে জয়লাভ করে ব্যাটিং করতে নেমে ৪০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২১০ রান সংগ্রহ করে। দলের পক্ষে সাইদ ৬০ বলে ৬৪, মামুন ৫৪ বলে ৪০, সাইফুল ২৭ বলে ৩২ রান সংগ্রহ করে।
স্বাগতিক তুলসীডাঙ্গার পক্ষে সাজু ৩, জাকির ২, ইমন ২ টি করে উইকেট লাভ করে। ২১১ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে স্বাগতিক তুলশিডাঙ্গা ক্রিকেট ক্লাব ৩১ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১৮০ রান করতে সক্ষম হয়। ফলে সাতক্ষীরা স্পোর্টস ক্লাব ৩১ রানে জয়লাভ করে। দলের পক্ষে বাবু ৩২ বলে ৪২, সাইদ ৪২ বলে ৩২,আবির ২২ বলে ২১ রান সংগ্রহ করে।
বোলিং এ সিফাত ৫, মামুন ২ উইকেট লাভ করে। জয়ী দলের মামুন ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। খেলাটি পরিচালনা করেন মাস্টার মাসউদ পারভেজ মিলন ও মাস্টার মিজানুর রহমান। স্কোরার ছিলেন ফাহিম ও সাইদ।
খেলায় অতিথি হিসাবে উভয় দলের খেলোয়ারদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে খেলাটি উপভোগ করেন, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারন সম্পাদক এ্যাডঃ শেখ কামাল রেজা, গার্লস পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক ক্রীড়াব্যক্তিত্ব বদরুজ্জামান বিপ্লব, রিপোটার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি এনায়েত খান টুন্টু, ইসলামি ব্যাংক কর্মকর্তা হাবিবুর রহমান, ক্রীড়া ব্যক্তিত্ব শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন, শেখ আরিফ, মাহমুদুল ইসলাম বাবলু, জাহাঙ্গীর হোসেন, সাতক্ষীরা স্পোর্টস এর অধিনায়ক শামিম হাসান সাইদ ও ওহিদুজ্জামান আকাশসহ ক্রীড়াপ্রেমী দর্শকবৃন্দ।