দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মাঠ দিবস ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২০২০-২১ অর্থ বছরে পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্প এর আওতায় বুধবার(২৫ আগষ্ট) বিকাল ৪ টায় বামনখালিতে ’ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান কলেজ চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
প্রধান অতিথির বক্তব্যে তিনি, ফসলের নিবিড়তা ও উৎপাদনশীলতা বৃদ্ধিকরণে একাধিক ফসলীভিত্তিক ফসলধারায় বিভিন্ন ফসল উৎপাদনের উপর গুরুত্ব আরোপ করেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালা-কলারোয়া সাবেক সংসদ সদস্য বি,এম নজরুল ইসলাম, খামার বাড়ি সাতক্ষীরা উপ-পরিচালক কৃষিবিদ নুরুল ইসলাম।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলামের স্বাগত বক্তব্য শেষে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী
কমিশনার(ভূমি) আল আমীন, যুগিখালী ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, জালালাবাদ ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালামসহ সূধিবৃন্দ ও প্রান্তিক
কৃষকগণ।
সমাবেশ শেষে ৫০ জন প্রান্তিক কৃষক পরিবারের মাঝে পরিবার প্রতি ২
হাজার ৮ শত টাকাসহ সনদপত্র প্রদান করা হয়েছে। মাঠ দিবসে টমেটো চাষসহ আইপিএম এর উপাদান সমূহ’র প্রদর্শিত বুথ পরিদর্শন শেষে অতিথিবৃন্দ সন্তোষ প্রকাশ করেন।