দীপক শেঠ, কলারোয়া : কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিদায়ী ও নবাগত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) কে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য বিভাগের সকল পর্যায়ের কর্মকর্তাদের আয়োজনে শনিবার (২ এপ্রিল) বেলা ১টার দিকে হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে বদলিজনিত কারণে ডাক্তার জিয়াউর রহমানকে বিদায়ী ও নবাগত ডাক্তার
মাহবুবর রহমান সান্টুকে সংবর্ধনা প্রদান করা হয়।

নবাগত ইউএইচ এন্ড এফপিও মাহবুবর রহমান সান্টুর সভাপতিত্বে ও মেডিকেল অফিসার (এমওডিসি- রোগ নিয়ন্ত্রণ) ডাক্তার গাজী আশিক বাহারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার শফিকুল ইসলাম, ডাক্তার রনজিত হালদার, নার্স শামিমা আক্তার, ল্যাব টেকনিশিয়ান আল মামুন, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পিয়াস কুমার
দাস, স্বাস্থ্য পরিদর্শক নূর মোহাম্মদ, সহকারী পরিদর্শক গোলাম সরোয়ার,
সেলিম রেজা সহ সহকারী স্বাস্থ্য পরিদর্শক, নার্স, কমিউনিটি হেলথ কেয়ার
প্রোভাইডার, স্বাস্থ্য সহকারী ও স্বাস্থ্য কর্মীবৃন্দ।

সংবর্ধিত ব্যক্তিদের ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।

প্রসঙ্গত: অতিসম্প্রতি বদলি জনিত কারনে কলারোয়া থেকে শ্যামনগর হাসপাতালে ডাক্তার জিয়াউর রহমান ও সাতক্ষীরা সদর থেকে কলারোয়া
হাসপাতালে দায়িত্ব গ্রহন করেছেন ডাক্তার মাহবুবর রহমান সান্টু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *