দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় বিদ্যুৎস্পৃষ্টে আশরাফুল ইসলাম নামের এক কিশোরের অকাল মৃত্যু হয়েছে। দূর্ঘটনাটি ঘটেছে, বুধবার(৭ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ১০নং কুশোডাঙ্গা ইউনিয়নের চিতলা গ্রামে। নিহত আশরাফুল ইসলাম (১৬) ওই গ্রামের নজরুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানায়, বুধবার সকালে আশরাফুল ধানের ক্ষেতে বিষ প্রয়োগের জন্য মাঠে যায়। বিষ প্রয়োগের সময় ধান ক্ষেতে থাকা বিদ্যুতের খুঁটির আর্থিং তারে জড়িয়ে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাৎক্ষনিকভাবে মাঠে থাকা কৃষকরা তাকে উদ্ধার করে গুরুত্বর আহতবস্থায় চিকিৎসা নিতে কাজিরহাটের একটি ক্লিনিকে আসার পথে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে কুশোডাঙ্গা ইউপি চেয়ারম্যান আসলামুল আলম আসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৈদ্যুতিক ‘খুঁটির আর্থিং তারে বিদ্যুৎস্পৃষ্টে আশরাফুলের মৃত্যুর পর বিকালে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়েছে।