দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় বিদ্যুৎ স্পৃষ্টে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দূর্ঘটনায় মৃত্যুবরণ করেন কেরালকাতা ইউনিয়নের ভিখালী গ্রামের আবু তালেবের পুত্র জাহিদুল ইসলাম(২৬)।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (২১জুন) সকাল সাড়ে ৯টার দিকে জাহিদুল ইসলাম বাড়ীর পার্শ্বের আম গাছে আম পাড়তে ওঠে। এ সময় আম গাছের উপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের লাইন গাছের ডালে সংযুক্ত হওয়ায় বিদ্যুৎ স্পৃষ্টে ঘটনাস্থলে সে মারা যায়।
দূর্ঘটনার বিষয়টি জানতে পেরে তাৎক্ষনিকভাবে সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শামসুল হক ও কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবীর ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে কলারোয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানা যায়।
—