দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। রবিবার(১১ জুলাই) সকাল ১০ টায় ভার্চুয়াল আলোচনার মাধ্যমে দিবসটি পালন করা হয়। উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে ভার্চুয়াল সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) জাহাঙ্গীর হোসেনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আবু নসর, ডাক্তার কানিজ ফাতেমা ও সহকারী পরিবার পরিকল্পনা অফিসার পিযুষ কুমার ঘোষ।
সভায় বক্তারা জনবহুল বাংলাদেশে জন্ম নিয়ন্ত্রণের উপর গুরুত্ব আরোপ করেন।