দীপক শেঠ, কলারোয়া : সাতক্ষীরা জেলার কলারোয়ায় বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আবুল হোসেন (৬৭)’র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কার্য সম্পন্ন করা হয়েছে। জানা যায়, বুধবার(১০ মার্চ) সকাল ১০টায় সরকারি পাইলট হাইস্কুল ফুটবল মাঠে বীর মুক্তিযোদ্ধা মরহুম আবুল হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদর্শন করে পুষ্প মাল্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।
প্রয়াত বীর মুক্তিযোদ্ধার প্রতি পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) আক্তার হোসেন, থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলীসহ মুক্তিকামী মানুষ।
বীর মুক্তিযোদ্ধা মাদ্রাসা সুপার রেজাউল করিমের পরিচালনায় অনুষ্ঠিত জানাযা নামাজে অংশগ্রহন করেন, কলারোয়া পৌরসভা মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত ডিজিএম আব্দুল ওহাব, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আব্দুর রাজ্জাক, অধ্যক্ষ আবু বক্কও ছিদ্দীক, সোনালী ব্যাংক কর্মকর্তা ছদর উদ্দীন, মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন, নিয়াজ খাঁন, মফিজুল ইসলাম প্রান্তসহ অসংখ্য মুসুল্লিগণ।
জানাযা নামাজ শেষে মরহুমের তুলশিডাঙ্গাস্থ পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন মঙ্গলবার (৯ মার্চ) বেলা ১ টার দিকে সাতক্ষীরা ইসলামী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্ট্রোক জনিত কারনে মৃত্যুবরণ (ইন্না..রাজেউন) করেন।