দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২৬ মার্চ) বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বরে ওই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলহাজ্ব বিএম নজরুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা আ’লীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, সহকারি কমিশনার(ভূমি) আক্তার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড’র সাবেক কমান্ডার গোলাম মোস্তফা, শিক্ষাবিদ অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর।
অন্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, সাবেক সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার অমল কুমার সরকার, ডাক্তার শফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্র নাথ মন্ডল, মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুুল হামিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা নূরুন নাহার আক্তার,
আইসিটি’র সহকারি প্রোগ্রামার মোতাহার হোসেন, সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি এ্যাড: আশরাফুল ইসলাম বাবু, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংবাদিক তরিকুল ইসলামসহ বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিক ও সূধিবৃন্দ। আলোচনা শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপস্থিত মুক্তিযোদ্ধাদের এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের উপহার সামগ্রী প্রদান করা হয়। সংবর্ধণা অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারি শিক্ষা অফিসার শোভা রায়।