দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় মুক্তিযুদ্ধকালিন রনাঙ্গনের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দীন ইন্তেকাল করেছেন (ইন্না….রাজেউন)। তিনি ৭৪ বছর বয়সে বার্ধক্য জনিতসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রবিবার(২৮ মার্চ) সকাল সাড়ে ৬ টার দিকে পৌর সদরের তুলশিডাঙ্গাস্থ নিজ বাড়িতে মৃত্যবরণ করেন।
১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে ৮ নং সেক্টরের যুদ্ধকালিন কমান্ডার ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গাড়ি বহর হামলা মামলার বাদি কলারোয়া আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেম উদ্দীন মৃত্যুকালে স্ত্রী, এক পুত্র, এক কণ্যা, জামাতা, নাতি- নাতনি, ভাইপো, ভাইজি,আত্মীয় স্বজনসহ যুদ্ধকালিন সহকর্মী, দলীয় নেতা -কর্মী, গুনগ্রাহী ও অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, মরহুমের আজ রাস্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা নিবেদনের পর বাদ আছর সরকারি হাইস্কুল মাঠে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেম উদ্দীনের মৃত্যু সংবাদটি ছড়িয়ে পড়লে আত্মীয় স্বজন, সহকর্মী বীরমুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারি- বেসরকারি কর্মকর্তা- কর্মচারি, সাংবাদিক, সামাজিক সংগঠন, ব্যবসায়ীক নেতৃবৃন্দ, শিক্ষক- শিক্ষার্থীসহ দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ বাড়িতে উপস্থিত হয়ে মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। তাঁর মৃত্যুতে উপজেলা ব্যাপি শোকের ছায়া নেমে এসেছে।