দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় বৃক্ষরোপণ অভিযান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনায় সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ওই বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করা হয়।

“বৃক্ষ দিয়ে সাজাই দেশ,সমৃদ্ধ করি বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার( ১০ জুলাই) সকাল ৯ টায় কলারোয়া সরকারি কলেজ চত্বরে নারিকেল গাছ রোপন করে অভিযান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা- ১( তালা- কলারোয়া) সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন।

বৃক্ষরোপন শেষে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু ১৯৭২ সালে সোহরাওয়ার্দী উদ্যানে নারকেল গাছের চারা রোপন করে সর্বপ্রথম বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেন এবং ১৯৭৪ সালে সারাদেশে বৃক্ষরোপন অভিযান কর্মসূচি পালনের অংশ হিসাবে জননেত্রী শেখ হাসিনার নির্দশে আজকের এই বৃক্ষরোপণ কার্যক্রম বলে জানান।

তিনি সকল পতিত জমিতে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ, ভেষজ সহ অন্যান্য গাছের চারা রোপনের জন্য সকলের প্রতি আহবান জানান। বৃক্ষরোপণ অভিযান কর্মসূচিতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এসএম আনোয়ারুজ্জামান, সাবেক উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক এসএম আলতাফ হোসেন লাল্টু, আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আ’লীগ নেতা রবিউল আলম মল্লিক রবি, পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম, আ’লীগ নেতা সহিদ আলী, যুবলীগ নেতা শেখ মাছুমুজ্জামান মাসুম, উজ্জ্বল হোসেন, আলমগীর হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা আসিকুর রহমান মুন্না, শ্রমিকলীগ নেতা মিঠু, ছাত্রলীগ নেতা হৃদয় হোসেন সহ বন বিভাগের কর্মকর্তা ও অসংখ্য বৃক্ষপ্রেমী মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *