দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় মানবতার সেবায় দিক্ষীত হয়ে এক ব্যবসায়ী এতিম শিশুদের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন করে মেয়ের জন্মদিন পালন করেছেন। জানা গেছে, কলারোয়ার মা’ ফার্মেসির স্বত্বাধিকারী হাফিজুর রহমান মিন্টুর কণ্যা মোছা: নওশিন মিলির চতুর্থতম জন্মদিন ছিলো ২৪ মার্চ বুধবার।
মেয়ের শুভদিনে আর্শীবাদ জানিয়ে মঙ্গল কামনায় পিতাসহ পরিবারের সকল সদস্য সোনাবাড়িয়ায় কোমরপুর এতিমখানার শিশুদের সাথে আনন্দ ভাগ করে নিলেন। নওশিন মিলির পিতা হাফিজুর রহমান মিন্টু কোমরপুর এতিমখানায় উপস্থিত হয়ে ৫০ জন এতিম শিশুদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করেন এবং নিজেই মেয়েকে নিয়ে তাদের সাথে থেকে মানসিক তৃপ্তি লাভ করেন। সবশেষে শিশুর দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে এক দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।