শেখ শাহাজাহান আলী শাহীন : কলারোয়া উপজেলা পরিষদ মোড়ের সবার অতি পরিচিত ব্যবসায়ী বাবলু রহমান( ৪০) মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার রাতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে
চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি ব্রেনস্ট্রোক, কোভিড-১৯ পজিটিভসহ নানা রোগে মারাত্মকভাবে আক্রান্ত হয়ে পড়েন। গত এক সপ্তাহের বেশি সময় ধরে তিনি চিকিৎসারত ছিলেন বলে জানা গেছে। মৃত্যুকালে স্ত্রী, ২ সন্তান, পিতা-মাতা, ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি তুলসীডাঙ্গা গ্রামের ওমর আলির ছেলে। তাঁর মুত্যুতে কলারোয়া বাজার ও তুলসীডাঙ্গা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে বাবলুর টায়ার রিপিয়ারিং এর দোকান ছিলো।
যেটি সকলেই একনামে চিনতেন। বাবলু একজন সদালাপী মানুষ। অনেক বড় মনের মানুষ ছিলেন তিনি। তাকে হারিয়ে শোকবিহবল হয়ে পড়েছেন তার শুভাকাঙ্ক্ষীরা। তাঁর অসময়ে চলে যাওয়াটা মেনে নিতে পারছেন না স্বজনসহ সকলেই। সোমবার সকাল ১০টায় জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। বাবলু রহমানের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন কলারোয়া প্রেসক্লাবের সদস্যবৃন্দ।