দীপক শেঠ, কলারোয়া : বিশ্ব ভোক্তা অধিকার দিবসে কলারোয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী।
অন্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, শিক্ষাবিদ অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর.আবু নসর, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান, পৌর কাউন্সিলর জিএম শফিউল আলম শফি, এনজিও কর্মকর্তা মেহেদি হাসান,
সাংবাদিক এসএম জাকির হোসেন সহ সূধিবৃন্দ।
বক্তারা ক্রেতা-ভোক্তাদের মৌলিক অধিকার অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা নিশ্চিত করণ বিষয়ে অলোচনা করেন।