দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে কৃষিপণ্য ব্যবসায়ী সহ ২ ব্যক্তিকে আর্থিক জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাস।
আদালত সূত্রে জানা যায়, সোমবার (১ আগষ্ট) বিকালে হেলাতলা মোড় এলাকায় মোজাম্মেল হকের কৃষিপণ্য বিক্রয় প্রতিষ্ঠানে সরকারি অনুমোদিত লাইসেন্স না থাকার অপরাধে তাকে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
পরে অপর অভিযানে বঙ্গবন্ধু মহিলা কলেজের সামনের সড়কে অপরিকল্পিত ভাবে ট্রাক রেখে যানজট সৃষ্টি করে জনগনের চলাচলে দূর্ভোগ সৃষ্টি করার অপরাধে ট্রাক ড্রাইভার আবেদুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম, বেঞ্চ সহকারী আঃ মান্নানসহ পুলিশ কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।