দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে সরকারি নির্দেশনা অমান্য করায় কয়েকজনকে আর্থিক দন্ডে দন্ডিত করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, করোনা ভাইরাস প্রতিরোধে রবিবার(৯ মে)
বেলা ১২টার দিকে পৌর সদরের বিভিন্ন স্থানে ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার
হোসেন আদালত পরিচালনাকালে সরকারি নির্দেশনা অমান্য করে মাক্স পরিধান না করার অপরাধে কয়েকজনকে ২ হাজার ৪শত টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালতের আইনগত সহায়তা করেন ভ’মি অফিসের প্রনব কুমারসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ।
তিনি সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামালের নির্দেশনায় ভ্রাম্যমান আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার হোসেন জানান।