দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় মডেল মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি-২১’র পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ নভেম্বর) সকাল ১১ টায় মডেল মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন।
সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্কুল পরিচালনা পরিষদের বিদ্যুৎসাহী সদস্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ইউনুছ আলী, সিনিয়র শিক্ষক মোস্তফা বাকী বিল্লাহ শাহী, জিবি সদস্য মোহাম্মদ আলী, বিদায়ী শিক্ষার্থী নাফিজা আমিননেহা, শিক্ষার্থী রেজওয়ান ইসলাম।
স্কুলের সহকারী প্রধান শিক্ষক আবু সাঈদ মাহমুদ’র পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন মাস্টার উত্তম কুমার পাল, মাস্টার জেহের আলী, মাস্টার আব্দুল মান্নান, শিক্ষক রবিউল ইসলাম, হাবিবুল ইসলাম, গোলাম রসুল, মহিউদ্দীন কবির, শিক্ষিকা হোসনেয়ারা পারভীন লাভলী, রেহেনা পারভীন, মাস্টার শরিফুল ইসলাম, আবিদুর রহমান, মোতাছিম বিল্লাহ, শিক্ষিকা কানিজ ফারহানা জেসমিন, রেজিনা খাতুন, করণীক সমীরন কুমার হোড়, দপ্তারি
মহিদুল ইসলাম, মোহাম্মদ আলী ও লিমা খাতুন সহ সূধি ও শিক্ষার্থীবৃন্দ। সব শেষে দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক মাওলানা কামরুজ্জামান।
উল্লেখ্য, আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিতব্য এস,এস,সি পরীক্ষায় মডেল মাধমিক বিদ্যালয় থেকে ১০০জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করবেন বলে স্কুল কতৃপক্ষ জানান। এ দিকে, উপজেলার সোনাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, লাঙ্গলঝাড়া কে,এল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, বামনখালী দ্বি-মুখি মাধ্যমিক বিদ্যালয়, ধানদিয়া ইউনিয়ন ইনস্টিটিউশন সহ মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এস,এস,সি-২১’ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বলে জানা যায়।