দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২২’ পালন উপলক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার( ১৩ ফেব্রুয়ারী) বেলা ৩ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার গোলাম মোস্তফা, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহাজাদা, শিক্ষাবিদ প্রফেসর আবু নসর,
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান, উপজেলা প্রকৌশলী নাজিমুল হক, কৃষি অফিসার রফিকুল ইসলাম, প্রানী সম্পদ কর্মকর্তা অমল কৃষ্ণ সরকার, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, সমাজসেবা কর্মকর্তা নূরে আলম নাহিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, অধ্যাপক আবু বক্কর ছিদ্দিক, সহকারী আইসিটি অফিসার মোতাহার হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক ও সূধিবৃন্দ।
সভায়, যথাযোগ্য মর্যাদায আগামী ২১ ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।