দীপক শেঠ, কলারোয়া : কলারোয়া আলিয়া মাদ্রাসার শিক্ষক আব্দুল গফফারের স্ত্রী মৃত্যুবরণ করেছেন(ইন্না..রাজেউন)। পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার(৭ এপ্রিল) সন্ধ্যা ৬ টার দিকে সিনিয়র শিক্ষক আব্দুল গফফারের স্ত্রী শাহিদা খাতুন ডলি(৪৭) জঠিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় পৌর সভাধীন তুলশিডাঙ্গাস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্বামী, ২ কণ্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার সকাল ৮ টায় কলারোয়া আলিয়া মাদ্রাসা মাঠে এবং সকাল ১০ টায় সীমান্তবর্তী হিজলদী গ্রামের দ্বিতীয় জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন কার্য সম্পন্ন হবে বলে জানা যায়। মরহুমার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়লে তুলশিডাঙ্গাস্থ বাড়িতে সমবেদনা জানাতে ছুটে আসেন কলারোয়া পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, পৌর কাউন্সিলর জিএম শফিউল আযম, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার শফিকুল ইসলাম, কলারোয়া পাবলিক ইনস্টিটিউেটর সাধারন সম্পাদক এ্যাডঃ শেখ কামাল রেজা, ব্যাংকার জিএম ফৌজি, ছদর উদ্দীন, সহকারী প্রভাষক মহিদুর রহমান, মাওঃ তৌহিদুর রহমান, জাকির হোসেন, শিক্ষক আঃ রহিম, শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহীনসহ অসংখ্য শুভাকাঙ্খীবৃন্দ।