দীপক শেঠ, কলারোয়া প্রতিনিধি : কলারোয়ায় মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে শিক্ষকবৃন্দের সাথে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ’বাংলাদেশ স্কাউট’র উপজেলা শাখা গঠন, জাতীয় শোক দিবস পালনসহ শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

মঙ্গলবার(১০ আগষ্ট) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী।

সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাশ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি প্রধান শিক্ষক এবাদুল হক, কল্যাণ সমিতির সাবেক সভাপতি প্রধান

শিক্ষক হরি সাধন ঘোষ, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু, প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, প্রধান শিক্ষক আজিজুর রহমান, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র ঘোষ, ভারপ্রাপ্ত সুপার মাওলানা বজলুর রহমান, প্রধান শিক্ষক আব্দুল আলিম, প্রধান শিক্ষক আনছার আলী, সহকারী প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, সহকারী শিক্ষক সাইফুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, মাদ্রাসা সুপারসহ শিক্ষক প্রতিনিধিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *