দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমবায় সমিতি লি: এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় শিক্ষক সমিতির নিজস্ব কার্যলয়ে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সমিতির সদস্যদের সঞ্চয় বৃদ্ধি, ঋন কার্যক্রমকে আরো গতিশীল ও সাংগঠনিক বিভিন্ন বিয়য় নিয়ে আলোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন কল্যাণ সমিতির সভাপতি প্রধান শিক্ষক এবাদুল হক।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান। শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোস্তফা বাকী বিল্লাহ শাহীর পরিচালনায় সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কল্যাণ সমিতির সাবেক
সভাপতি প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, প্রধান শিক্ষক শামছুল হক, সহ-সভাপতি প্রধান শিক্ষক রুহুল আমিন, শিক্ষক নেতা প্রধান শিক্ষক
বদরুজাজামান বিপ্লব, প্রধান শিক্ষক অমলেন্দু কুমার ঘোষ, প্রধান শিক্ষক মনসুর আলী, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র ঘোষ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর বারী, শিক্ষক নেতা সাংবাদিক দীপক শেঠ, কল্যাণ সমিতির সাধারন সম্পাদক সহকারী প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক সহকারী প্রধান শিক্ষক বদরুজ্জামান বদরু, যুগ্ম সম্পাদক এসএম আব্দুল করিম, অর্থ সম্পাদক শহিদুল ইসলাম, শিক্ষক নেতা জিয়ারুল হক, আসাদুজ্জামান আসাদ, শাহানাজ পারভিন, দিলীপ ঘোষ, জাহাঙ্গীর হোসেন, আব্দুদ দাইয়ান, হুমায়ুন কবির, হাবিবুল্লাহ খান, অফিস সহকারী আব্দুল জলিল
সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।