দীপক শেঠ, কলারোয়া : কলারোয়া থানা পুলিশের অভিযানে ধর্ষন মামলার আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার সেলিম হোসেন (১৯) উপজেলার চন্দনপুর ইউনিয়নের দাড়কী গ্রামের এরশাদ আলীর পুত্র।
থানা সূত্রে জানা যায়, বুধবার(১৪ এপ্রিল) সকাল ১০ টার দিকে সেলিমের নামে থানায় ধর্ষন মামলা দায়ের হয়। গোপন সংবাদের ভিত্তিতে ওই মামলা দায়েরের ২ ঘন্টা পর বেলা ১২ টার দিকে আসামি সেলিম হোসেনকে গয়ড়া বাজার থেকে এসআই থানার মাসুদ রানা সঙ্গীয় ফোর্সের সহায়তায় গ্রেফতার করতে সক্ষম হয়।
থানার অফিসার ইনচার্জ(ওসি) মীর খায়রুল কবির বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামীকে সাতক্ষীরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।