দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় দ্বৈত ’মাষ্টার ব্যাডমিন্টন টুর্নামেন্টের লীগ পর্যায়ের বি গ্রপের খেলায় রইচ উদ্দীন ও দীপক শেঠ জুিট চ্যাম্পিয়ন হয়েছে।
বুধবার(২৩ ফেব্রুয়ারী) সন্ধ্যায় গার্লস পাইলট হাইস্কুল মাঠে বি গ্রপের
শেষ খেলায় পুলিশ কর্মকর্তা (এসআই) রইচ উদ্দীন ও শিক্ষক-সাংবাদিক দীপক শেঠ জুিট মাস্টার আব্দুস সেলিম ও সমাজ সেবক মাহফুজুর রহমান জুটিকে ২-০ সেটে পরাজিত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়।
এ দিকে একই মাঠে এ গ্রুপের চ্যাম্পিয়ন জুটি প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব ও মাস্টার আব্দুল গণি জুটি বি-গ্রুপের রানার্স আপ এসডিএফ কর্মকর্তা শাহাজাহান আলী ও মহিদুল ইসলাম মহিদ জুটিকে ২-০ সেটে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।
আগামী শনিবার বি গ্রুপের চ্যাম্পিয়ন জুটি বনাম এ গ্রুপের রানার্স আপ মাস্টার ইব্রাহীম ও মাস্টার আসাদুজ্জামান আসাদ জুটির মধ্যে অপর সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বলে জানা যায়।
খেলাসমূহ পর্যায়ক্রমে পরিচালনা করেন খেলোয়াড় সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, ব্যাংকার আল মাহমুদ, এসডিএফ কর্মকর্তা ইনছান আলী। স্কোরার হিসাবে দায়িত্ব পালন করেন এসডিএফ
কর্মকর্তা ফরিদ উদ্দীন ও মহিদুল ইসলাম মহিদ।
শীতকালিন মাস্টার ব্যাডমিন্টন টুর্নামেন্টের লীগ পর্যায়ের শেষ খেলা উপভোগ করেছেন প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, প্রধান শিক্ষক এবাদুল হক, প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক নূরুল ইসলাম, মাস্টার হুমায়ুন কবির, মাস্টার ইব্রাহীম হোসেন, মাস্টার এসএম সাইফুল ইসলাম, মাস্টার শামসুর রহমান লাল্টু, মাস্টার আব্দুস সেলিম, শিক্ষক আসাদুজ্জামান আসাদ, ক্রীড়া প্রেমী আব্দুল জলিল, পলাশ সহ অসংখ্য দর্শকবৃন্দ।
আগামী শনিবার একই ভ্যেনুতে দ্বিতীয় সেমিফাইনাল ও ফাইনাল খেলাটি উপভোগ করার জন্য আয়োজক কমিটি সকল ক্রীড়া প্রেমীদেরকে আহবান জানান।
–