দীপক শেঠ,কলারোয়া: কলারোয়ায় ’মুজিববর্ষ ব্যাডমিন্টন টূর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। স্বাধীনতার সুবর্নজয়ন্তীতে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে”মুজিববর্ষ ব্যাডমিন্টন টুর্নামেন্টটির উদ্বোধন করেন প্রধান অতিথি সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

শনিবার(৮ জানুয়ারী) সন্ধ্যায় উদ্বোধনী টুর্নামেন্টে প্রথম খেলায় ২-০ সেটে উপজেলা পরিষদ জুটি জয়ী হয়েছে। জয়ী জুটির খেলোয়াড় ছিলেন সহোদর ভাই শিবাগত ও গালিব। প্রতিদ্বন্দী পৌর মেয়র জুটির খেলোয়াড় ছিলেন জাতীয় দলের চ্যাম্পিয়ন লিপটন ও তুহিন।

দ্বিতীয় খেলায় উপজেলা নির্বাহী জুটি রাকিব আটো(পাটকেলঘাট) জুটিকে ২-০ সেটে পরাজিত করে জয়ী হয়। জয়ী জুটির খেলোয়াড় ছিলেন লালচাঁদ ও পরশ। রাকিব আটো জুটির খেলোয়াড় ছিলেন অপু ও জাবের। প্রথম রাউন্ডের তৃতীয় খেলায় ২-০ সেটে জয়লাভ করে পাঁপড়ি এগ্রো জুটির অনিক ও রিয়াদ। প্রতিদ্বন্দী থানার অফিসার ইনচার্জ জুটির খেলোয়াড় ছিলেন রাকিব ও অন্তর। চতুর্থ খেলায় পাঁপড়ি ট্রান্সপোর্ট জুটি ওহিদুল ও শুভ ৩-১ সেটে তালা- খেশরা ভূমি অফিস জুটির সোয়াদ ও নাজমুলকে পরাজিত করে জয়ী হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত সেমিফাইনাল খেলা চলমান।

খেলায় অতিথি হিসাবে উপস্থিত থেকে উপভোগ করেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তান জিল্লুর রহমান, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আক্তার হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হোসেন, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, উপজেলা আ’লীগ সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন, সাধারন সম্পাদক আলিমুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান, থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান, শিক্ষাবিদ অধ্যক্ষ প্রফেসর আবু নসর,

অধ্যাপক আবু বক্কর ছিদ্দিক, ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল,মাহাবুবর রহমান মফে, বেনিজর হোসেন হেলাল, স,ম মোরশেদ আলী, সোহেল রানা, প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক নুরুল ইসলাম,প্রধান শিক্ষক রুহুল আমিন, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, শিক্ষক মোস্তফা বাকী বিল্লাহ শাহী,আ’লীগ নেতা সরদার আমজাদ হোসেন,আজিজুর রহমান সহ সাংবাদিক ও অসংখ্য ক্রীড়াপ্রেমী দর্শকবৃন্দ।

খেলাগুলি পরিচালনা করেছেন মাসুদ পারভেজ মিলন ও সাইফুল ইসলাম। খেলার ধারাভাষ্যে ছিলেন মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন, সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, মাস্টার অলিউল রহমান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *