দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় নানান কর্মসূচির মধ্য দিয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ-২১’ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, স্থানীয় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পন, আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, চিত্রাংকন প্রতিযোগিতাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৬ মার্চ) সকাল ৭টায় স্থানীয় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে, গণকবরে ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করে শহীদদের প্রতি বিন¤্র শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষে তালা-কলারোয়া সংসদ সদস্য এ্যাড: মুস্তফা লুৎফুল্লাহ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী, সহকারি কমিশনার(ভূমি) আক্তার হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্র নাথ মন্ডল, কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা অমল কুমার সরকার, আইসিটি’র সহকারি প্রোগ্রামার মোতাহার হোসেন,
মুক্তিযোদ্ধা কামান্ড কাউন্সিলের পক্ষে বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, কলারোয়া থানার পক্ষে অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির, ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) জেল্লাল হোসেন, পৌর সভার পক্ষে পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষে সাব অফিসার আব্দুল ওহাব বিশ্বাস, কর্মকর্তা ওবায়দুল্যাহ, আ.লীগের পক্ষে উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন, সাধারন সম্পাদক আলিমুর রহমান, সাবেক
সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, মহিলা আ’লীগের পক্ষে সভানেত্রী সগকারি অধ্যাপক সুরাইয়া ইয়াসমিন রত্না, পৌর আ’লীগের পক্ষে সভাপতি আজিজুর রহমান, সাধারন সম্পাদক সহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে ডাক্তার জিয়াউর রহমান, ডাক্তার শফিকুল ইসলাম, হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের পক্ষে অধ্যক্ষ আব্দুল বারিক, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ইউনুছ আলী, ওয়ার্কার্স পার্টির পক্ষে কমরেড আব্দুর রউফ, অধ্যাপক আবুল খায়ের, জাসদের পক্ষে বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, কলারোয়া সরকারি কলেজের পক্ষে অধ্যাপক শাহানাজ হোসেন, অধ্যাপক হারন অর রশিদ, মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষে প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান
শিক্ষক রুহুল আমিন, শরিফুল ইসলাম, শিক্ষক নেতা সাংবাদিক দীপক শেঠ, শিক্ষক নেতা বদরুজ্জামান বদরু, মোস্তফা বাকী বিল্লাহ শাহী, সাংবাদিক ছামসুর রহমান লাল্টু, কলারোয়া প্রেসক্লাবের পক্ষে সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাধারন সম্পাদক আব্দুর রহমান, তরিকুল ইসলাম, পাবলিক ইনস্টিটিউট’র পক্ষে সভাপতি সহিদুল ইসলাম, সাধারন সম্পাদক এ্যাড: শেখ কামাল রেজা, শ্যামল, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, রিপোটার্স ক্লাবের পক্ষে সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, জাকির হোসেন, আরিফ চৌধুরী, গার্লস পাইলট হাইস্কুলের পক্ষে প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, সরকারি হাইস্কুলের পক্ষে প্রধান শিক্ষক আ: রব, মডেল হাইস্কুলের পক্ষে প্রধান শিক্ষক রুহুল আমিন, আলিয়া মাদ্রাসার পক্ষে ভারপ্রাপ্ত অধ্যক্ষ বজলুর রহমান, মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন নেতৃবৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পন অনুষ্ঠানটি পরিচালনা করেন থানার এসআই রেজাউল ইসলাম। কোভিড-১৯ এর ২য় ধাপ মোকাবেলায় স্বল্প পরিসরে পুষ্প মাল্যদান শেষে স্থানীয় বল ফিল্ডে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ প্রদর্শন করা হয়। পরে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা শেষে শিল্পকলা একাডেমির শিশু শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কচুকাওয়াজের ধারাভাষ্যে ছিলেন সহকারি শিক্ষা অফিসার শোভা রায় ও মাস্টার শেখ শাহাজাহান আলী শাহিন।