দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় যুগিখালী ইউনিয়ন আ’লীগ সভাপতি আবুল বাশার আর নেই। পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলা আ”লীগ নেতা বিশিষ্ঠ ব্যবসায়ী আবুল বাশার(৫৫) দীর্ঘদিন যাবৎ লিভার সহ বিভিন্ন জঠিল রোগে আক্রান্ত হয়ে ঢাকা ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
শনিবার (৮ জানুয়ারী) রাত ৯টার দিকে চিকিৎসারত অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না..রাজেউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ২ কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি যুগিখালী ইউনিয়নের যুগিখালীর (ফকিরপাড়া) গ্রামের সন্তান।
রবিবার আছরবাদ মরহুমের জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়। যানাজা নামাজে অংশগ্রহন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা আ’লীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, তালা উপজেলা আ’লীগ সভাপতি নূরুল ইসলাম, যুগিখালী ইউপি চেয়ারম্যান রবিউল হাসান সহ অসংখ্য মুসুল্লিগণ।
যুগিখালী ইউনিয়ন আ’লীগ সভাপতি বিশিষ্ঠ সমাজসেবক আবুল বাশারের মৃত্যুতে এলাকায় শেকের ছায়া নেমে এসেছে।