দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। উপজেলা যুবলীগের আয়োজনে বৃহস্পতিবার(১১ নভেম্বর) সকাল ১০টায় প্রতিষ্ঠা বার্ষিকীতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালিটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহাজাদা।
উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক পৌর কাউন্সিলর আসাদুজ্জামান
তুহিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আ’লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুল ইনসলাম মনি, পৌর যুবলীগ সভাপতি নাঈমুর রহমান মিলন, ইউনিয়ন যুবলীগ নেতা হাফিজুর রহমান, হাসান মালি, আলমগীর কবির, অহিদুজ্জামান পিণ্টু, বাপ্পি খান,মাসুম হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড যুবলীগ নেতা-কর্মীবৃন্দ। সব শেষে দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।