দীপক শেঠ, কলারোয়া : কলারোয়া ইউনিটের যুব রেড ক্রিসেন্টের দলনেতা মনোনিত হয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠন সেবা’র সদস্য সচিব মিজানুর রহমান।
যুব রেড ক্রিসেন্ট সাতক্ষীরা জেলা ইউনিটের যুব প্রধান শেখ মুসা কাজিম আশিক, ডেপুটি ডিরেক্টর এএসএম আক্তার ও সেক্রেটারি সায়েদ ফিরোজ কামাল স্বাক্ষরিত ৭ আগষ্ট এক বিজ্ঞপ্তির মাধ্যমে এক বছরের জন্য কলারোয়া ইউনিট কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
অনুমোদিত ১৫ সদস্য বিশিষ্ট অপর সদস্যরা হলেন, নাহিদুর রহমান, আল জুবায়ের সৈকত,শাহিনুর রহমান,মিনহ্বাজ, শ্রাবণী ইয়াসমিন, মাহমুদুল হাসান, মাহবুবুর রহমান, আল শাহরিয়ার আকাশ, হাবিবুর রহমান, আসিফ হোসেন ,আরিফা পারভিন ,মোঃ সোহানুর রহমান , মাসুদ রেজা ও ইমাম হোসেন বিপ্লব।
কলারোয়া রেড ক্রিসেন্ট ইউনিটের নবগঠিত কমিটির দলনেতা মিজানুর রহমান জেলা ইউনিটের সকল নেতৃবৃন্দকে কৃতজ্ঞতা প্রকাশ করে উপজেলা ইউনিটের সকল নব নির্বাচিত সদস্যদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন। তিনি ইউনিটকে আদর্শ ইউনিট হিসাবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।