দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় রামভদ্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক শিক্ষার গুনগত মানোন্নয়ন ও উপস্থিতি বৃদ্ধির লক্ষে মঙ্গলবার(১ অক্টোবর) সকালে স্কুল চত্বরে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকায় বৈঠকে অসংখ্য শিক্ষার্থীদের ‘মা’ অভিভাবদের উপস্থিতিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এইসএম রোকোনুজ্জামান। বক্তব্যে তিনি বলেন, অভিভাবকরা শিশুদের সর্বপ্রথম শিক্ষক ও পথপ্রদর্শক। শিশুরা বাড়িতে আপনাদের( মা-বাবা)’র কাছ থেকেই বিভিন্ন বিষয়ে প্রথম পাঠ গ্রহন করেন।
বর্তমান সমাজে মা- বাবার এই ভূমিকা কমেনি, বরং বেড়েছে। এ কারনেই প্রাথমিক বিদ্যালয়ে শিখন প্রক্রিয়ায় অভিভাবকদের সম্পৃক্ততা আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করে সকল অভিভাবকদের আরো সচেতন হওয়ার আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ শিক্ষকমন্ডলী, অভিভাবক ও অতিথিবৃন্দ।