দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় অভিনব কৌশলে ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে পণ্য চুরি করা হয়েছে। চুরির ঘটনাটি ঘটেছে, পৌর সদরের রুচিরা বেকারিতে।
জানা গেছে, কলারোয়ার সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের সম্মুখে অবস্থিত রুচিরা বেকারীতে গত মঙ্গলবার (‘১৫ ফেব্রুয়ারী ) বেলা ১২টার দিকে দোকানের সামনে মোটরসাইকেল রেখে মুখে মাস্ক পরিহিত এক যুবক দোকানে প্রবেশ করে।
ক্রেতা হিসাবে তিনি ২ কার্টুন ব্যানসন সিগারেট ও ২ কার্টুন গোল্ডলিপ সিগারেট ক্রয় করে টাকা পরিশোধ না করেই বাইরে রাখা মোটরসাইকেলে ঝুলিয়ে রাখতে যায়।
বিক্রেতা টাকা চাইলে সে গাড়ীতে মালামাল রেখে টাকা দেয়ার কথা বলে বাইরে যেয়ে দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যায়। বিক্রেতা অ-প্রস্তুত অবস্থায় দোকানের সামনে দাঁড়িয়ে থেকে হতাশা প্রকাশ করে চুরির অভিনব কৌশলের দেখে হতভাগ হয়ে যান।
কলারোয়ার ঐতিহ্যবাহি রুচিরা বেকারীর স্বত্বাধিকারী (মালিক) আলহাজ্ব মোশারফ হোসেন জানান, চুরির ঘটনাটি থানা পুলিশের কয়েকজন
কর্মকর্তা (দোকানের ক্রেতা) কে জানিয়েছি। তিনি আরো জানান, দোকানের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজের মাধ্যমে অপরাধী (চোর) কে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।
স্থানীয়রা জানায়, কলারোয়া হাসপাতাল চত্বর থেকে সহ বিভিন্ন স্থানে
অভিনব কৌশলে মোটরসাইকেল ও অন্যান্য পন্য চুরির ঘটনা ঘটছে। এলাকাবাসি থানা পুলিশকে আরো দক্ষতার সাথে অপরাধীদের শনাক্ত করে বিচারের আওতায় আনা ও চুরি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানান।