দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় র‌্যাব সদস্যদের অভিযানে গাঁজাসহ নাজমুল হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১০ আগষ্ট) সন্ধ্যায় উপজেলার কেরালকাতা ইউনিয়নের উত্তর দিগং গ্রামের মটর সাইকেল গ্যারেজের সামনে র‌্যাব-৬ সাতক্ষীরা সদস্যরা অভিযান পরিচালনা করেন।

অভিযানে কেরালকাতা গ্রামের পশ্চিমপাড়া এলাকার রবিউল ইসলাম মোড়লের ছেলে মাদক ব্যবসায়ী নাজমুল ইসলাম (৩৩) কে ১ কেজি গাঁজাসহ আটক করা হয়। এ ব্যাপারে, আটককৃতের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে কলারোয়া থানায় মামলা (৯,১০-৮-২১ইং) দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *