দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় লাঙ্গলঝাড়া ইউনিয়ন বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাদক, চোরাচালান, মানব পাচার, জঙ্গী দমন, বাল্য বিবাহ সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধে রবিবার (১৭ এপ্রিল) বিকালে সমাবেশটি অনুষ্ঠিত হয়।
৪ নং লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান।
স্থানীয় ইউপি চেয়ারম্যান সহকারি অধ্যাপক এমএ কালামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ(ওসি) নাসির উদ্দীন মৃধা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনিন খুকু, পুলিশ পরিদর্শক(তদন্ত) হাফিজুর রহমান।
অন্যন্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, ইউনিয়ন বিট পুলিশিং’র দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সূধিবৃন্দ। সমাবেশে বক্তারা, মানব পাচার,চোরাচালান, আইনশৃংখলা সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধ ও বিভিন্ন তথ্য প্রদানে পুলিশ সদস্যদের সার্বিক সহযোগীতা করার জন্য এলাকাবাসীকে আহবান জানান।